গ্যাসের সঙ্গে সারের দামের কোনো সম্পর্ক নেই: কৃষি উপদেষ্টা
কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'আপনারা জানেন যে, গ্যাসের দাম বাড়ানো হয়েছে। গ্যাসের দামের সাথে সারের দামের কোনো সম্পর্ক নাই। সারের দাম আগে যা ছিল, এখনো তা আছে এবং ভবিষ্যতেও তা থাকবে। আমরা অন্তত যতদিন আছি।'
সারের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও এ সময় জানান তিনি।
আজ বুধবার দুপুরে কৃষি মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পর্যাপ্ত পরিমাণ সার মজুত আছে জানিয়ে কৃষি উপদেষ্টা বলেন, 'কিন্তু তারপরও কিছু কিছু দুর্নীতিবাজ বিভিন্ন জায়গায় সারের দাম বাড়ায়। এ জন্য আমি ইতোমধ্যে নির্দেশ দিয়েছি আমাদের কর্মকর্তারা এটা পুরো নজরদারি করবে। যে কর্মকর্তা নজরদারি করতে ব্যর্থ হবে, তার বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।'
'কৃষক যেন ন্যায্য মূল্য সার পায়, এটার আমরা ব্যবস্থা করব—কোনো অবস্থায় আমাদের নির্ধারিত মূল্যের চেয়ে এক পয়সাও যেন বেশি নিতে না পারে।'
পেঁয়াজের সংকট নেই উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আপনারা দেখেছেন, বাজারে পেঁয়াজের দাম ১২০-৩০ হয়ে গেছিল। এটা এখন কমে ১০০ থেকে ৯৫ টাকার ভেতরে চলে এসেছে। আমাদের কিছু সংখ্যক ব্যবসায়ী পেঁয়াজ আমদানির জন্য আমাদের খুবই চাপ দিয়েছে এবং তারা বিভিন্ন কোর্টেও গেছে, যেন আমরা পেঁয়াজ আমদানি করি। কৃষকদের কথা চিন্তা করে আমরা কিন্তু পেঁয়াজ আমদানি করতে দেই নাই।'
কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন জানিয়ে তিনি বলেন, 'গ্রীষ্মকালীন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। মুড়ি কাটা পেঁয়াজটাও আসা শুরু হয়েছে। এ জন্য পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কিছু কিছু কুচক্রী থাকে, যারা আমদানি করার জন্য পাগল হয়ে যায়। এই আমদানিগুলো করলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। কৃষকরা একবার ক্ষতিগ্রস্ত হলে কিন্তু তারা আর ওই চাষের দিকে যাবে না। এই জন্য আমাদের সব সময় কৃষকদের দিকে তাকাতে হবে। যেহেতু তাদের প্রতিবাদ করার ক্ষমতা ও রকম নাই।
'কৃষকরা এবার আলুতে মার খেয়েছে' উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, 'তারা (আলু চাষি) কিন্তু ও রকম দাম পায় নাই। এখন কিছুটা দাম বেড়েছে কিন্তু তাও আমি বলবো যে, আরও একটু বাড়া দরকার কৃষকের জন্য।'
আলু নষ্ট হয়ে যেতে পারে আশঙ্কায় ডিসেম্বর পর্যন্ত কৃষকরা যেন আলু রাখতে পারেন কোল্ড স্টোরেজ মালিকদের সেই নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উপদেষ্টা বলেন, '১৫ নভেম্বর ভেতরে সাধারণত তারা কোল্ড স্টোরেজ খালি করে ফেলে।'
তিনি আরও বলেন, 'আমাদের যে আগাম আলু আসতো, বৃষ্টির জন্য আগাম আলুটা একটু ডিলে হচ্ছে। এ জন্য হয়তো আমাদের যে পুরোনো আলু, সব ব্যবহার হয়ে যাবে।'
আলু চাষ করে কৃষক ক্ষতিগ্রস্ত হলেও ব্যবসায়ীরা লাভবান হয়েছেন, জানান কৃষি উপদেষ্টা।
আমনের ফলন খুবই ভালো হয়েছে উল্লেখ করেন তিনি। বলেন, বড় ধরনের কোনো সমস্যা না হলে আমন উৎপাদন বাম্পার হবে।
'বোরো ধান হয়েছিল প্রায় ১৫ লাখ টন। আমাদের এসটিমেট থেকে বেশি হয়েছে, আমনও আমাদের যে এসটিমেট করা আছে, ওর চেয়ে বেশি হবে।'
সবজির দাম কমতে শুরু করেছে উল্লেখ করে জাহাঙ্গীর বলেন, 'আগে বলতেন যে ৭০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, ১০০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না, এখন কিন্তু সবজির একটু নিচের দিকে দাম। আমরা আবার যতটুকু চাই, ওটা আমরা অতটুকু পাই নাই। যেহেতু আমাদের বেতন-টেতন যতটুকু বাড়ে, ওই পরিমাণ তো কৃষকের থেকে তো কিছু বাড়তে হবে—মানে খরচটার জন্য।'
সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে বলে মনে করেন কৃষি উপদেষ্টা।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ ও টেন্ডারের ক্ষেত্রে দুর্নীতির ব্যাপারে গণমাধ্যমকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। বলেন, 'আমরা সমাজ থেকে কিন্তু দুর্নীতি কমাতে পারিনি। সত্যি কথা এটা। আমরা চেষ্টা করে যাচ্ছি।'


Comments