সম্রাটের জামিন বাতিলের আদেশ আপিল বিভাগেও বহাল

ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিন বাতিল করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

আজ বুধবার বিচারপতি মো. নূরুজ্জামানের নেতৃত্বাধীন ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, সর্বোচ্চ আদালতের আদেশের পরে সম্রাট কারাগার থেকে বের হতে পারবেন না।

গত ১৬ মে সম্রাটের জামিন আদেশ বাতিল চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন করে দুদক। আবেদনে সম্রাটকে জামিন দিয়ে নিম্ন আদালতের আদেশের ওপর স্থগিতাদেশ চাওয়া হয়।

গত ১১ মে দুর্নীতি মামলায় সম্রাটের জামিন মঞ্জুর করেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান।

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ওই দিন তার কাকরাইল কার্যালয়ে অভিযান চালায় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল জব্দ করে র‌্যাব। এরপর একই বছরের ১২ নভেম্বর তার জ্ঞাত আয়ের উৎসের বাইরে ২ কোটি ৯৪ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ দায়ের করে দুদক।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago