বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা: বন্ধুসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা

ফারদিন নূর পরশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূরের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোররাত ৩টায় ফারদিনের বাবা বাদী হয়ে তার বন্ধু আমাতুল্লাহ বুশরা ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে রামপুরা থানায় মামলাটি দায়ের করেছেন।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রামপুরা থানার উপ-পরিদর্শক তওফিকা ইয়াসমিন।

নিখোঁজের ২ দিন পর গত ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের উদ্ধার করা হয়।

ময়নাতদন্ত শেষে পরদিন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শেখ ফরহাদ জানান, ফারদিনকে হত্যা করা হয়েছে।

'ফারদিনের মাথায় ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন আছে। তার বুকের ভেতরেও আঘাতের চিহ্ন আছে। এটি অবশ্যই হত্যাকাণ্ড, পানিতে ডুবে মৃত্যু না', বলেন শেখ ফরহাদ।

Comments

The Daily Star  | English
Ducsu election 2025

The final act: Learning to accept election defeat

Ducsu delivers a participatory election. Can unsuccessful candidates accept loss gracefully?

17m ago