ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১ দিনের রিমান্ডে বাবুল আক্তার

বাবুল আক্তার। ছবি: চৈতন্য চন্দ্র হালদার/স্টার

ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের দায়ের করা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।

আদালতে বাবুলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেন ধানমন্ডি থানার পরিদর্শক ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা রবিউল ইসলাম। শুনানি শেষে আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এই মামলায় বাবুলকে গ্রেপ্তার দেখানো হয়।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সাংবাদিক ইলিয়াস হোসেনসহ ৩ জনের সঙ্গে মিলে মিতু হত্যা মামলায় মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়ানো, তদন্তকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা, সাম্প্রদায়িক উসকানি এবং পিবিআই ও বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন বাবুল আক্তার। একইসঙ্গে ইলিয়াসের তৈরি ও অনলাইনে প্রচারিত একটি ভিডিও কনটেন্টের জেরে বনজ কুমারের বিরুদ্ধে মামলা করেছেন বাবুল আক্তার, যা পিবিআইয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।

'তাই বনজ কুমার ও অন্যদের বিরুদ্ধে মামলা দায়েরের পেছনের কারণ উদঘাটন করতে তাকে রিমান্ডে নেওয়া দরকার', বলেন তদন্তকারী কর্মকর্তা।

বাবুল আক্তারকে হয়রানি করার জন্য এই মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে রিমান্ড না দিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

Comments

The Daily Star  | English
forex reserve Bangladesh

Bangladesh’s gross forex reserves cross $33 billion after three years

The gross foreign exchange reserves crossed $33 billion for the first time in three years

31m ago