আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি: ইউএনওর বেতন অবনমন, এসিল্যান্ডকে তিরস্কার

ইউএনও রুমানা আক্তার ও এসিল্যান্ড মো. সাইফুল ইসলাম। ছবি: সংগৃহীত

আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির দায়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তারের বেতন গ্রেড অবনমন করা হয়েছে।

একই অভিযোগে ওই উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামকেও তিরস্কার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. শাহগীর আলম বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, আখাউড়াতে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়ম, দুর্নীতি ও গাফিলতির বিষয়টি প্রমাণিত হয়েছে। দোষী সাব্যস্ত হওয়ায় সাবেক ইউএনও রোমানা আক্তারের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন থেকে ওই কর্মকর্তা প্রতি বছর একটি করে ইনক্রিমেন্ট কম পাবেন। যা তার চাকরির মেয়াদ থাকা পর্যন্ত বলবৎ থাকবে।

মো. শাহগীর আলম জানান, একই অভিযোগে সেখানকার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামকেও তিরস্কার করা হয়েছে। তাছাড়া ওই উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করতে আজ শনিবার একজন উপসচিব ব্রাহ্মণবাড়িয়ায় আসছেন।

তবে ওই প্রকল্প নির্মাণে স্থানীয় প্রকৌশলীর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা প্রমাণিত হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে রডের বদলে তার দেওয়াসহ অনিয়ম ও গাফিলতির অভিযোগ ওঠে। এ কারণে সাবেক ইউএনও রুমানা আক্তারকে গত মে মাসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বদলি করা হয়। সহকারী কমিশনার মো. সাইফুল ইসলামকে বান্দরবানের থানচিতে বদলি করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

6h ago