দুর্বৃত্তের আগুনে পুড়ল ২০ কৃষকের ৪৫০ বিঘা জমির ফসল

আগুনের খবর পেয়ে জাজিরার কৃষি কর্মকর্তা, ইউএনও এবং জাজিরা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরা উপজেলায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০ কৃষকের ৪৫০ বিঘা জমির ফসল। 

সোমবার সকালে উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের চিটারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

জাজিরা উপজেলা কৃষি কর্মকর্তা জামাল হোসাইন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুনে ৫০ বিঘা জমির ধান এবং ৪০০ বিঘা জমির ঘাস জাতীয় পশুখাদ্য পুড়ে গেছে।

কৃষি কর্মকর্তা বলেন, 'কৃষকের জমিতে আগুন দেওয়ার খবর দুপুরে পেয়েছি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জাজিরা থানার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে ঘটনাস্থলে যাই।'

তিনি আরও বলেন, 'এ ঘটনায় ২০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুড়ে যাওয়া ৫০ বিঘা জমির ধান এবং ৪০০ বিঘা জমির ঘাস জাতীয় ফসলের আনুমানিক মূল্য ৭ লাখ টাকার বেশি।'

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

যোগাযোগ করা হলে জাজিরার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেল ডেইলি স্টারকে বলেন, 'ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

জানতে চাইলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।'

 

Comments

The Daily Star  | English

World heart day: Drug shortage risks hypertension control effort

WHO reports that 2,83,800 people died of cardiovascular diseases that year.

8h ago