জঙ্গি ছিনতাইয়ে সংশ্লিষ্ট সন্দেহে ৩ মোটরসাইকেল জব্দ

গুগল ম্যাপ থেকে নেওয়া

ঢাকায় আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে ৩টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

এর মধ্যে ২টি মোটরসাইকেল রাজধানীর সূত্রাপুর থানাধীন কারকুন বাড়ী লেন বড় মসজিদের সামনে থেকে গতকাল সোমবার বিকেলে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) জব্দ করে।

আজ মঙ্গলবার সূত্রাপুর থানার পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। মোটরসাইকেলে করে জঙ্গিদের ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, জঙ্গিরা সূত্রাপুর এলাকা দিয়ে পালিয়েছিল। 

পুলিশ পরিদর্শক (তদন্ত) স্নেহাশিষ রায় বলেন, 'কারকুন বাড়ী লেন বড় মসজিদের সামনে মোটরসাইকেল ২টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। খবর পেয়ে জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্তকারী দলকে খবর দেওয়া হয়। মালিক খুঁজে না পাওয়ায় সিটিটিসি তা জব্দ করে।'

তিনি আরও জানান, রোববার ছিনতাইয়ের ঘটনার পর সেদিন আরেকটি মোটরসাইকেল জব্দ করা হয়েছিল।

ওই মোটরসাইকেলটি প্রায় ৬ মাস আগে ভুয়া এনআইডি ব্যবহার করে অনলাইনে কেনা হয়েছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন।

স্নেহাশিষ রায় জানান, ৩টি মোটরসাইকেলই এখন সিটিটিসির কাছে আছে।

'মোটরসাইকেল ৩টি জঙ্গি ছিনতাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়, যাচাইবাছাই চলছে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

14m ago