কম্বল পেঁচিয়ে স্বামীকে শ্বাসরোধে হত্যা, স্ত্রী আটক

পারিবারিক কলহের জের ধরে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্ত্রীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রামের পাঁচলাইশ থানা পুলিশ।

বুধবার রাতে থানার নাজিরপাড়া নিজাম কলোনীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশ। পুলিশ বলেছে, হত্যার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন ওই নারী। তার নাম খাদিজা বেগম। নিহত আব্দুল মান্নান (৪৫) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করতেন।

পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ ছিল। এ নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতির পর ঘুমাতে গেলে খাদিজা বেগম কম্বল দিয়ে স্বামীর মুখ চেপে ধরেন।'

'শ্বাসরুদ্ধ হয় মান্নান ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর বাড়ির মালিক ৯৯৯ নম্বরে ফোন দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার এবং খদিজা বেগমকে আটক করে।'

ওসি আরও জানান, কলহের সময় তাদের দশম শ্রেণির ছেলে মা-বাবাকে থামাতে গেলে তাকে মান্নান তাকে ঘর থেকে বের করে দরজা আটকে দেন। জিজ্ঞাসাবাদে খাদিজা বেগম জানান, ৩ বছর আগে মান্নান আরেকটি বিয়ে করেছেন। এর পর থেকেই তিনি বাসায় সময় দিতেন না। নিহতের ভাই মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

54m ago