বিশ্বকাপ নিয়ে দ্বন্দ্ব, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থকের বাবার

মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

হবিগঞ্জের বাহুবলে বিশ্বকাপ নিয়ে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় এক আর্জেন্টিনা সমর্থকের বাবা নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

আজ শনিবার সকাল ১১টায় উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ মো. আব্দুস সহিদ (৫৫) আদিত্যপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল শুক্রবার রাতে ব্রাজিল ক্রোয়েশিয়ার কাছে হেরে গেলে আর্জেন্টিনা সমর্থকরা আদিত্যপুর গ্রামে আনন্দ মিছিল বের করে। মিছিল চলাকালে নিহত শাহ মো. আব্দুস সহিদের ছেলে আর্জেন্টিনা সমর্থক শাহ মো. রোকন মিয়ার সঙ্গে একই গ্রামের টেনু মিয়ার ছেলে ব্রাজিল সমর্থক সজিব মিয়ার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে শনিবার সকাল ১১টার দিকে হাওর থেকে ফেরার পথে রোকনের বাবা আব্দুস সহিদের ওপর টেনু মিয়ার লোকজন হামলা চালায়।

এ সময় টেঁটার আঘাতে আহত হন শাহ মো. আব্দুস সহিদ। তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম খান বলেন, 'শুক্রবার রাতে ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এর জের ধরে সকালে আব্দুস সহিদের ওপর হামলা চালান প্রতিপক্ষের লোকজন। পরে চিকিৎসাধীন অবস্থায় আব্দুস সহিদ মারা যান। ঘটনার সঙ্গে জড়িতের গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।'

এ ঘটনায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি।  

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

2h ago