উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প। এএফপি ফাইল ছবি

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে রোহিঙ্গা কমিউনিটি নেতা (মাঝি) শফি উল্লাহ (৪০) নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলার বালুখালী ক্যাম্পে (পূর্ব) ওই ঘটনা ঘটে।

নিহত শফি উল্লাহ বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের মৃত মোহাম্মদ ছিদ্দিকের ছেলে। শফি ওই ক্যাম্পের মাঝির দায়িত্বে ছিলেন।

নিহত শফি উল্লাহর ছোটভাই নুর হাশিম বলেন, তার ভাই সবসময় পুলিশ ও ক্যাম্প প্রশাসনকে সহযোগিতা করতেন। আজ সোমবার সকালে পূর্ব পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা গুলি করে তার ভাইকে হত্যা করেছে। তিনি ভাইকে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবী জানান।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে ক্যাম্পের একটি মাদ্রাসার অনুষ্ঠান শেষ করে নিজ বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত শফিকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। '

'ওই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত ও গ্রেপ্তার করার জন্য পুলিশ মাঠে তৎপরতা চালাচ্ছে,' তিনি যোগ করেন।

Comments

The Daily Star  | English

Will return to previous work after election: Yunus tells IMF chief

Kristalina Georgieva praises Yunus’ leadership, discusses Nepal, Asean

1h ago