ঢাকার বায়ুদূষণ রোধে কী ব্যবস্থা, জানতে চান হাইকোর্ট

বায়ুদূষণ
স্টার ফাইল ফটো

এক সপ্তাহ ধরে বায়ুদূষণে বিশ্বের মধ্যে শীর্ষে আছে ঢাকা। এ অবস্থায় বায়ুদূষণ রোধে কী উদ্যোগ নেওয়া হয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। 

রাজধানীর বায়ুদূষণ রোধে নেওয়া ব্যবস্থার বিষয়ে আগামী রোববারের মধ্যে সরকার, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনকে জানানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানির সময় বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ২০১৯ সালে এ রিট আবেদন করেছিল।

শুনানির সময় রিটকারীর আইনজীবী মনজিল মোরশেদ আদালতে বলেন, ঢাকার বায়ুদূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার, পরিবেশ অধিদপ্তর ও ঢাকা সিটি করপোরেশনকে এর আগে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় গত ৭ দিন ধরে ঢাকার বায়ুদূষণ শীর্ষে রয়েছে। 

হাইকোর্টের আদেশ মেনে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে ঢাকা এভাবে দূষিত হতো না বলে মন্তব্য করেন তিনি।

একই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার বায়ুদূষণের জন্য দায়ীদের বিরুদ্ধে সপ্তাহে ২ বার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে ২০১৯ সালের ২৮ জানুয়ারি নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago