‘আরাভের সঙ্গে পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে’

আরাভ খান ওরফে রবিউল ইসলাম। ছবি: সংগৃহীত

পুলিশ খুনের আসামি দুবাইতে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খানের বিরুদ্ধে বাংলাদেশ থেকে পাঠানো রেড নোটিশ গ্রহণ করেছে ইন্টারপোল। একই সঙ্গে আরাভের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার এনায়েত বাজার পুলিশ ফাঁড়ি উদ্বোধনের পর বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, 'পুলিশ হত্যা মামলায় যে নামে অভিযোগপত্র হয়েছে সে নামে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে। একটু আগে আমার কাছে খবর এসেছে ইন্টারপোল এটি গ্রহণ করেছে। এখন বাকি কাজ তারা করবেন'।

আরাভ খানের সঙ্গে পুলিশের সাবেক ১ ঊর্ধ্বতন কর্মকর্তার সম্পর্কের বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন 'পুলিশের ঊর্ধ্বতন ১ জনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি আমরা খতিয়ে দেখছি। উপযুক্ত সময়ে আমরা তা আপনাদের জানাব'।

 

Comments

The Daily Star  | English

Nepal Home Minister Ramesh Lekhak resigns amid protests

Resignation follows deaths of 19 people during Gen Z protests

11m ago