রবিউলের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ

রবিউল
ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় রবিউল ইসলাম। ছবি: ইন্টারপোলের ওয়েবসাইট থেকে নেওয়া

পুলিশ পরিদর্শক হত্যা মামলার আসামি রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।

বৃহস্পতিবার রাতে ইন্টারপোলের রেড নোটিশের তালিকায় তার নাম পাওয়া গেছে। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

আরব আমিরাতের দুবাইয়ে জুয়েলারি শপের মালিক আরাভ খান ওরফে রবিউল ইসলাম পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার চার্জশিটভূক্ত পলাতক আসামি।

এর আগে পুলিশের মহাপরিদর্শক আবদুল্লাহ আল মামুন বলেছিলেন, রবিউল ইসলামের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।

২০১৯ সালের ১১ এপ্রিল পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলায় রবিউলসহ ৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় গোয়েন্দা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (খিলগাঁও জোন) অতিরিক্ত উপকমিশনার শহিদুর রহমান বলেছেন, রবিউল আরাভ খান নামে দুবাইতে অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English
graduate unemployment Bangladesh

One in three graduates remains jobless for up to 2yrs

According to a report, there were 26.24 lakh unemployed people in 2024, including 8.85 lakh university graduates.

9h ago