কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট, ফরিদপুরে ছাত্রলীগ নেতা আটক

কোমরে পিস্তল গুঁজে ফেসবুকে ছবি পোস্ট করেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং। ছবি: সংগৃহীত

কোমরে পিস্তল গুঁজে ছবি তুলেছেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, 'দেবেন যা পাবেন তা, ভাবনা চিন্তা কল্পনাহীন।'

এমন কাণ্ড ঘটিয়ে বেশ সমালোচনার জন্ম দিয়েছেন ফরিদপুরের ছাত্রলীগ নেতা শুভ্রদেব সিং। তবে এ ঘটনার জন্য তাকে আটক করেছে পুলিশ।

বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সিং পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের অধীন দক্ষিণ কামারগ্রামের ঋষিপাড়া মহল্লার বাসিন্দা।

গতকাল শনিবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই ছবি পোস্ট করেন শুভ্রদেব সিং। পেছন থেকে তোলা ছবিতে তার কোমরে একটি কালো রঙের পিস্তল সদৃশ বস্তু গোঁজা থাকতে দেখা যায়। পরে এ নিয়ে সমালোচনা শুরু হলে পোস্টটি মুছে ফেলেন তিনি।  

এ বিষয়ে শুভ্রদেব সিং দ্য ডেইলি স্টারকে জানান, বোয়ালমারীর কাটাগড় এলাকার একটি মেলা থেকে ভাতিজার জন্য তিনি একটি খেলনা পিস্তল কেনেন। পরে শখের বশে সেটি কোমরে গুঁজে ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। পরে অনেকেই কমেন্ট করতে থাকলে পোস্টটি মুছে ফেলেন তিনি।

এই ছাত্রলীগ নেতা বলেন, 'কাজটি ঠিক হয়নি। আমার ভুল হয়েছে।'

উপজেলা ছাত্রলীগ সূত্র জানায়, শুভ্রদেব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকীর অনুসারী। ফেসবুকে বিভিন্ন পোস্টে প্রান্তকে 'রাজনৈতিক অভিভাবক ও বটবৃক্ষ' হিসেবে অভিহিত করতেও দেখা গেছে শুভ্রদেবকে।

এ বিষয়ে প্রান্ত সিদ্দিকী ডেইলি স্টারকে বলেন, 'মেলা থেকে প্লাস্টিকের খেলনা পিস্তল কিনে কৌতুহলবশত সেটির ছবি ফেসবুকে পোস্ট করেছে শুভ্র। তবে একটি দায়িত্বশীল পদে থেকে এ কাজটি শিশুসুলভ হয়ে গেছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায় এবং পুলিশ ও জনমনের ভ্রান্তি দূর করা যায় সেটি নিয়ে চিন্তা করছি।'

উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মোরতুজা আলী ডেইলি স্টারকে বলেন, 'এটা খেলনা পিস্তল হোক আর যাই হোক সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা ঠিক হয়নি। এতে বিতর্কের সৃষ্টি হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠন হিসেবে এর দায়ভার আমরা নেব না। উপজেলা ছাত্রলীগ দ্রুত জরুরি সভা আহ্বান করে এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেবে।'

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওহাব ডেইলি স্টারকে বলেন, 'পিস্তল নিয়ে ছবি পোস্ট করার ঘটনায় আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে বোয়ালমারী পৌরসভা থেকে শুভ্রদেবকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।'

Comments

The Daily Star  | English

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’

2h ago