ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা

বরখাস্ত এএসআইসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৯ মে

যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

১০০ পিস ইয়াবা রাখার মামলায় সাময়িক বরখাস্ত পুলিশের এক সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন আগামী ২৯ মে ধার্য করেছেন আদালত।

আসামিরা হলেন- পল্লবী থানার সাময়িক বরখাস্ত এএসআই মাহবুব আলম, তার তথ্যদাতা মোহাম্মদ রুবেল ও সোহেল রানা।

আসামিদের আইনজীবীরা শুনানি মুলতবি চেয়ে পৃথক আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শফিউদ্দিন এ আদেশ দেন।

তবে, আজ ৩ আসামি বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন জমা দিয়ে আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গত বছরের ২৬ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তাতে বলা হয়, এই ৩ আসামি অবৈধভাবে ইয়াবা ট্যাবলেট বহন করতেন।

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা বলেন, গত বছরের সেপ্টেম্বরে ব্যবসায়ী মোহাম্মদ খলিলকে গ্রেপ্তার করা এএসআই মাহবুব আলম অবৈধভাবে ১০০ পিস ইয়াবা বহন করছিলেন।

তার ২ সোর্স মোহাম্মদ রুবেল ও সোহেল রানা তাকে এ ধরনের অপরাধে সহযোগিতা করতেন।

মামলার তদন্ত কর্মকর্তা জানান, এএসআই মাহবুব এসআই কামরুল ইসলামকে মিথ্যা তথ্য দেন ও বানোয়াট জব্দ তালিকা তৈরি করেন।

একটি বেসরকারি টিভি চ্যানেলের ফুটেজে দেখা যায়, ক্যান্টনমেন্ট রেলস্টেশনের কাছে সাদা পোশাকে এএসআই মাহবুব খলিলকে থামিয়ে তাকে তল্লাশি করছেন।

সে সময় মাহবুব রুবেলের কাছ থেকে এক প্যাকেট ইয়াবা ট্যাবলেট নিয়ে খলিলের পকেটে ঢুকিয়ে দেন। এরপর তিনি খলিলকে ইয়াবাসহ ধরার দাবি করেন।

খলিলকে ৭ সেপ্টেম্বর কারাগারে পাঠানো হয় এবং পরে তদন্তে নির্দোষ প্রমাণিত হওয়ায় অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয় তাকে।

Comments

The Daily Star  | English

Uncertainty created as specific polls date has not been announced: Tarique

Tarique reiterated the demand that the national election be held by December

1h ago