নাফিজ আলম গ্রেপ্তার

নাফিজ মোহাম্মদ আলম
নাফিজ মোহাম্মদ আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মাদকসহ কয়েকটি মামলার আসামি নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্প্রতি ডয়েচে ভেলের র‌্যাবকে নিয়ে নির্মিত তথ্যচিত্রে সাক্ষাৎকার দিয়ে আলোচনায় এসেছিলেন নাফিজ আলম।

২০১৭ সালে উত্তরায় কিশোর আদনান কবির হত্যা মামলার আসামি ছিলেন নাফিজ।

গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে আজ সোমবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ।

ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আব্দুল আহাদ আরও জানান, 'গ্রেপ্তারের সময় নাফিজের বাসা থেকে বিদেশি মদের পূর্ণ, অর্ধেক ও খালি বোতল এবং পুলিশের স্টিকারযুক্ত একটি মোটরবাইক জব্দ করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হবে।'

এ ঘটনায় আজ ভাটারা থানায় পুলিশ নাফিজের বিরুদ্ধে একটি মাদকের মামলা করেছে বলে দ্য ডেইলি স্টারকে জানান ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান।

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। সে সময় নাফিজের বাসা থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল র‌্যাব। তখন তার বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করা হয়েছিল। তারমধ্যে একটি মাদক এবং অপরটি পর্নোগ্রাফি আইনে এবং আরেকটি বিটিআরসির অধীনে।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

14m ago