পুকুরপাড়ে পড়ে ছিল মারমা যুবকের মরদেহ

বান্দরবান

বান্দরবান সদরের রাজার পুকুরপাড় থেকে এক মারমা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১১টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উচাইসিং মারমা (৩৫) নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি থানচি উপজেলার বলিপাড়া এলাকার কালামং মারমার ছেলে।

নিহতের মাথায় ছোট আঘাতের চিহ্ন থাকায় এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন স্থানীয়রা। তারা জানান, অনেক বছর আগে এক দুর্ঘটনায় উচাইসিং মারমার ২টি হাত কব্জি থেকে কাটা পড়ে। বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পেছনে যে রাজার পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে, সে জায়গাটি সন্ধ্যার পর নির্জন হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে জায়গাটি নেশাগ্রস্তদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
police reform roundtable The Daily Star

Police reform hinges on independent commission

Police reform means putting safeguards in place so that the force can never again be abused for political gains, said lawyers, politicians, academics, and current and former police officials.

9h ago