ঠাকুরগাঁও

দেড় হাজার পিস ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা আটক

thakurgaon
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় দেড় হাজার পিস ইয়াবাসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আল মনসুরকে (৪৪) আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কাঁচখালি বাজার থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের পরিদর্শক মো. ফরহাদ আকন্দ।

মুঠোফোনে তিনি জানান,  গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে তার নেতৃত্বে একটি দল ওই বাজারে আল মনসুরের সার ও বীজের দোকানে অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে  মনসুর দাবি করেন, ইয়াবার ওই ব্যাগটি উপজেলার আমজানখোর ইউনিয়নের আলিম উদ্দীনের ছেলে ফারাজ উদ্দীন (৪২) তার দোকানে রেখে গেছেন।

ফরহাদ আকন্দ আরও জানান,  তিনি বাদী হয়ে ওই ২ জনকে আসামি করে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

Comments

The Daily Star  | English

After 33 years, Jucsu goes to polls today

After 33 long years, students of Jahangirnagar University are set to cast their votes today for the much-awaited Jucsu and hall union elections.

8h ago