টাকা নিয়ে গান না গাওয়ার মামলায় নোবেল রিমান্ডে

Singer Nobel
কণ্ঠশিল্পী নোবেল। ছবি: স্টার ফাইল ফটো

গায়ক মঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে মতিঝিল থানায় দায়ের করা প্রতারণার মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আজ নোবেলকে আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আহমেদ হুমায়ুন কবির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, শরীয়তপুরের একটি স্কুলে গান গাওয়ার ব্যাপারে নোবেল গত ২৫ মার্চ একটি চুক্তিতে সই করেন। গত ২৮ এপ্রিল এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। নোবেল ওই অনুষ্ঠানের আয়োজকদের কাছ থেকে কয়েক ধাপে আগাম ১ লাখ ৭২ হাজার টাকা নিলেও অনুষ্ঠানে উপস্থিত হননি। এ কারণে বিপাকে পড়তে হয় আয়োজকদের। তাই ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ সূত্র জানতে তাকে রিমান্ডে নেওয়া দরকার।

নোবেলের আইনজীবীর দাবি করেন, হয়রানি করার উদ্দেশ্যে এই মামলা করা হয়েছে। রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তিনি।

উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট নোবেলের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন।

টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে গত ১৬ মে নোবেলের বিরুদ্ধে মামলা করেন শরীয়তপুরের ভেদরগঞ্জ সদর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র সাফায়েত ইসলাম। এই মামলায় শনিবার ভোরে নোবেলকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

২০১৯ সালে ভারতের জি-বাংলা টিভি চ্যানেলের রিয়েলিটি শো 'সা রে গা মা পা'তে অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন নোবেল। তবে খ্যাতি ধরে রাখতে পারেননি তিনি। নানা কর্মকাণ্ডে তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়। গত ২৬ এপ্রিল কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রি কলেজে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে গান গাওয়ার সময় মঞ্চে মাইক্রোফোনের স্ট্যান্ড ভেঙে ফেলার চেষ্টা করেন। অসংলগ্ন আচরণ করায় দর্শকদের দিক থেকে তাকে লক্ষ্য করে জুতা ও পানির বোতল ছোড়া হয়।

ঘটনার একটি ভিডিও ক্লিপ পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

 

Comments

The Daily Star  | English

BNP to finalise 200 candidates by this month

Around 100 remained "problematic" due to internal rivalries and multiple nomination seekers

9h ago