গাছের সঙ্গে বেঁধে ২ স্কুলশিক্ষার্থীকে নির্যাতন, কৃষকলীগ নেতাসহ আটক ২

গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয় ২ শিক্ষার্থী কে। ছবি: সংগৃহীত

নিজ গ্রাম থেকে ২ শিক্ষার্থীকে তুলে এনে গাছের সঙ্গে বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে জামালপুরের এক কৃষকলীগ নেতা ও তার ভাইয়ের বিরুদ্ধে।

আজ শনিবার জামালপুর শহরের বগাবাইদ এলাকায় এই ঘটনা ঘটেছে।

এ ঘটনায় শহর কৃষকলীগের সহসভাপতি শেখ মোহাম্মদ রুকন ও তার ভাই মোতালেবকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে ওই ২ শিক্ষার্থীর সঙ্গে কৃষকলীগ নেতা রুকনের ছেলের মারামারি হয়। দুপুরে রুকন ও তার ভাই মোতালেব দলবল নিয়ে যুগীরঘোপা গ্রাম থেকে ওই শিক্ষার্থীকে তুলে নিয়ে আসেন বগাবাইদে। এরপর তাদেরকে গাছের সঙ্গে বেঁধে মারধর করা হয়।

এ ঘটনার প্রতিবাদ করায় রত্না বেগম (৩৫) নামে এক নারীকেও আহত করা হয়েছে।

৯৯৯-এ কল করে জানানো হলে সদর থানা পুলিশ নির্যাতনের শিকার শিক্ষার্থীদের উদ্ধার করে এবং রুকন ও মোতালেবকে আটক করে।

জামালপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) নুর মোহাম্মদ বলেন, '৯৯৯-এ খবর পেয়ে ওই ২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয় এবং নির্যাতনকারী শেখ মোহাম্মদ রুকন ও মোতালেবকে আটক করা হয়। শিক্ষার্থীদের পরিবার লিখিত অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

জামালপুর জেলা কৃষকলীগ সভাপতি সৈয়দ মুকলেসুর রহমান জিন্না দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন, শেখ মোহাম্মদ রুকন শহর কৃষকলীগের সহসভাপতি।

Comments

The Daily Star  | English

US and EU avert trade war with 15% tariff deal

Donald Trump and Ursula von der Leyen announced the deal at Trump's luxury golf course in western Scotland

30m ago