তারেক-জোবাইদার বিরুদ্ধে দুদকের মামলা: আরও ২ জনের সাক্ষ্যগ্রহণ

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রাষ্ট্রপক্ষের আরও ২ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

সাক্ষীরা হলেন সুন্দরবন এয়ার ট্রাভেলসের জ্যেষ্ঠ নির্বাহী হিসাবরক্ষক মো. গোলাম কিবরিয়া এবং হিসাবরক্ষক শেখ মজিবুর রহমান।

ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান তাদের জবানবন্দি রেকর্ড করেন।

তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ও বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন ট্রাভেল এজেন্সিটির স্বত্বাধিকারী।

সাক্ষীরা তাদের জবানবন্দিতে আদালতকে বলেন, তদন্তের সময় তদন্ত কর্মকর্তা তাদের কার্যালয় থেকে কিছু নথি জব্দ করেছেন। ওইসব নথিতে তারেক রহমানের সই পাওয়া গেছে বলে সাক্ষীরা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারাও জব্দ তালিকায় সই করেছেন।

এরপর বিচারক মামলার পরবর্তী শুনানির জন্য ৫ জুন দিন ধার্য করেন।

২ সাক্ষীসহ আদালত এ পর্যন্ত মামলার অভিযোগকারীসহ ৮ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেছেন। এর আগে মঙ্গলবার ও বুধবার আদালত সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করেন।

২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর কাফরুল থানায় তারেক, তার স্ত্রী জোবায়দা ও সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে অবৈধ উপায়ে ৪ কোটি ৮২ লাখ টাকার সম্পদ অর্জন এবং ২ কোটি ১৬ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগে মামলাটি করে দুদক।

Comments

The Daily Star  | English

Trump says US oil firms to head into Venezuela

US companies to invest heavily in Venezuela’s oil sector, Trump says

22m ago