বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু: পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠানের চেয়ারম্যান-এমডি গ্রেপ্তার

বাড়িতে দেওয়া তেলাপোকা-ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় ২ ভাইয়ের মৃত্যু
শায়েন মোবারত জাহিন ও শাহিল মোবারত জায়ান। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় তেলাপোকা-ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় স্কুলপড়ুয়া ২ ভাইয়ের মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় পেস্ট কন্ট্রোল প্রতিষ্ঠান ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আজ ভোররাতে ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডের চেয়ারম্যান আশরাফুজ্জামান ও ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল আমিন ঢাকার বাইরে পৃথক জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।'

গত ৬ জুন ওই কোম্পানির পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান টিটু মোল্লার (৩৭) ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম ডেইলি স্টারকে জানিয়েছিলেন, মোবারক হোসেন তার বাসায় তেলাপোকা-ছারপোকা মারার জন্য ডিসিএস অর্গানাইজেশন লিমিটেডকে ভাড়া করেন। শুক্রবার ডিসিএসের কর্মীরা মোবারক হোসেনের বাড়িতে কীটনাশক প্রয়োগ করে এবং ২ থেকে ৩ ঘণ্টা পর তাদের বাড়িতে প্রবেশ করতে বলেন। তবে পরিবারের সদস্যরা অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে প্রায় ১০ ঘণ্টা পরে বাড়িতে ফেরেন।

পরিবারের সবাই অসুস্থ হয়ে পড়লেও শিশুদের দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রোববার সকালে তৃতীয় শ্রেণির ছাত্র শাহিল মোবারত জায়ান (৯) ও রাতে অষ্টম শ্রেণি পড়ুয়া শায়েন মোবারত জাহিনের (১৫) মৃত্যু হয়। কীটনাশক থেকে বিষক্রিয়ায় তাদের মৃত্যুর কারণ বলে ধারণা করা হচ্ছে। তাদের বোনকে হাসপাতালে ভর্তি করা হয়, জানান শরিফুল।

Comments

The Daily Star  | English
readymade wooden houses Bangladesh

Home sweet home

Carpenters at Louhajang upazila in Munshiganj build full wooden homes ready to travel

15h ago