সিলেট

ওসমানী মেডিকেলে নির্মাণশ্রমিককে পিটিয়ে হত্যা

Osmani medical college
ছবি: সংগৃহীত

সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি নির্মাণাধীন ভবন থেকে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আরেক শ্রমিককে হাতবাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মৃত নয়ন (২০) সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আহত শ্রমিক আইয়ুব আলী হাসপাতালে চিকিৎসাধীন। আজ শুক্রবার সকালে হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবন থেকে তাকে উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'কথা কাটাকাটির এক পর্যায়ে নির্মাণ শ্রমিকদের কয়েকজন নয়ন অ আইয়ুবকে মারধর করে। মারধরে গুরুতর আহত অবস্থায় নয়নের মৃত্যু হয়।'

এ ঘটনায় পুলিশ ৩ নির্মাণশ্রমিক ও ঠিকাদারকে আটক করেছে এবং সন্দেহভাজনদের মধ্যে ২ জন পলাতক আছে বলে জানান তিনি।

তারা সবাই হাসপাতালের নতুন ভবনের নির্মাণকাজে অস্থায়ী শ্রমিক হিসেবে কর্মরত।

নির্মাণশ্রমিক ফজলুল হক ডেইলি স্টারকে জানান, 'ভোর ৬টার দিকে ওই দুই শ্রমিককে ১ লাখ ২২ হাজার টাকা ও মোবাইল ফোন চুরির অভিযোগে সাইট ম্যানেজার ও অন্য শ্রমিকরা আটক করে মারধর শুরু করে।'

পরে নয়নের অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আউটডোরে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

‘This fire wasn’t an accident’: Small business owner’s big dreams destroyed

Once a garment worker, now an entrepreneur, Beauty had an export order ready

2h ago