ভালুকায় চলন্ত বাসে ধর্ষণ চেষ্টা, রাস্তায় লাফিয়ে পড়ে নারী আহত

ভালুকায় চলন্ত বাসে নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাসের চালক ও তার দুই সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় চলন্ত বাসে এক নারী গার্মেন্টস কর্মীকে (৪৫) ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে ঘটনার সময় ওই নারী বাস থেকে রাস্তায় লাফিয়ে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করে। অবস্থার অবনতি হলে শনিবার ভোরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে মাওনা থেকে গার্মেন্টস কর্মী বাসে করে ভালুকা ফিরছিলেন। সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে বাসের চালক, হেলপার ও সুপারভাইজার ধর্ষণের চেষ্টা ও মারধর করেন। পরে ওই নারী বাস থেকে লাফিয়ে পড়ে মাথায় আঘাত পান।

ওসি আরও জানান, ভালুকা থানার একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে বাসটির চালক রাকিব মিয়া (২১), হেলপার আরিফ মিয়া (২০) এবং সুপারভাইজার আনন্দ দাসকে আটক করেছে। তাদরেকে থানায় জিঞ্জাসাবাদ করা হচ্ছে ।

ময়মনসিংহ পুলিশ সুপার (এসপি) মাছুম আহাম্মদ ভূঞা ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান। এসপি জানান ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে।

ওই নারীর ভাই আজ দুপুরে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন।

Comments

The Daily Star  | English

Fire breaks out at building in Mirpur's Kalshi

Cause of the fire could not be known immediately

34m ago