আলেশা মার্টের চেয়ারম্যানসহ ৪ জনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা

গ্রাহকদের ৪ দশমিক ২১ বিলিয়ন টাকা আত্মসাতের অভিযোগে বনানী থানায় দায়ের করা একটি মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মো. মনজুর আলম সিকদারসহ ৪ জনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ওই ৩ জন হলেন—মনজুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী, এসকে ট্রেডার্সের মালিক মো. আল মামুন ও প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আবুল কাশেম।

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান এ বিষয়ে অপরাধ তদন্ত বিভাগের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

একইসঙ্গে আলেয়া মার্টের সব সম্পদ বাজেয়াপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

পিটিশনে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তার এড়াতে মনজুর ও বাকি ৩ জনের দেশ ছেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিচারক এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে পুলিশ কর্তৃপক্ষকে আদেশপত্রটি স্পেশাল ব্রাঞ্চের (ইমিগ্রেশন) প্রধানের কাছে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ১৬ মে সিআইডির সহকারী পুলিশ সুপার আল মামুন বাদী হয়ে তাদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন।

Comments

The Daily Star  | English
chocolate trend in Bangladesh

Mimi, nostalgia and new bites

Local, global brands offer treats for all budgets, with young people driving the demand

13h ago