উখিয়ায় ‘আরসা’ সদস্যদের মারধরে ১ রোহিঙ্গা নিহত

স্টার ডিজিটাল গ্রাফিক্স

কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আরসা সদস্যদের বিরুদ্ধে।

আজ বুধবার সকালে উখিয়া উপজেলার কুতুপালং ২ (পূর্ব) নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সেতুর নিচে এ ঘটনা ঘটে।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আমির জাফর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মো. ইসহাক (৪৮) উখিয়ার বালুখালী ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা ছিলেন।

স্থানীয় রোহিঙ্গাদের বরাত দিয়ে এপিবিএন কর্মকর্তা আমির জাফর বলেন, 'ভোরে নিজের ঘর থেকে মো. ইসহাককে আরসা সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। পরে তাকে কুতুপালং ২ (পূর্ব) ক্যাম্পের সেতুর নিচে নিয়ে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়।'

খবর পেয়ে এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।

'নিহতের চোখ উপড়ে ফেলার পাশাপাশি হাত ও পেটে আঘাতের চিহ্ন আছে,' বলেন আমির জাফর।

তিনি আরও বলেন, 'প্রাথমিকভাবে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরসা সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। জড়িতদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে।'

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ মোহাম্মদ আলী জানিয়েছেন।

Comments

The Daily Star  | English
BNP activists gather at Nayapaltan to join Labour Day rally

BNP marks Labour Day with rally at Nayapaltan

Chanting slogans, the party activists and supporters began arriving at the venue from 12:00pm.

3h ago