সাঈদীর চিকিৎসককে হুমকি: ‘মূল হুমকিদাতা’ উত্তরা থেকে আটক

চাঁদাবাজির অভিযোগে ছাত্র নেতা গ্রেপ্তার
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার 'মূল হুমকিদাতা'কে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটিটিসি ইউনিট।

ঢাকার উত্তরা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) আটক করা হয়।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

এর আগে চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতা তফসিরুল ইসলামকে (২৩) ঝিনাইদহ থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

 

Comments

The Daily Star  | English

A peek into the London lives of ousted Awami League leaders

In the first few months of exile, they stayed indoors, tucked away in houses mostly in East London and in anonymous outer boroughs.

10h ago