অধিকারের আদিলুরের বিরুদ্ধে মামলার রায় পিছিয়ে ১৪ সেপ্টেম্বর

ঢাকার সাইবার ট্রাইব্যুনাল থেকে আইনজীবীদের সঙ্গে বেরিয়ে আসছেন আদিলুর রহমান। ছবিটি গত ১ ফেব্রুয়ারি তোলা হয়। ছবি: স্টার

ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক ও পরিচালকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলা রায় ঘোষণার তারিখ পিছিয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকার সাইবার টাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত আগামী ১৪ সেপ্টেম্বর রায় ঘোষণার নতুন তারিখ নির্ধারণ করেছেন।

গত ২৪ আগস্ট বিচারিক আদালত রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন।

২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামি অধিকারের সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলান। বর্তমানে তারা এখন জামিনে আছেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়।

সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

Comments

The Daily Star  | English

Two advisers, press secy leave Milestone College after 9 hrs

They have been inside the campus since 10:30am this morning

4h ago