গণপিটুনির ভয়ে ৯৯৯ নম্বরে চোরের কল

একটি দোকানে চুরি করতে ঢুকে গণপিটুনি থেকে বাঁচতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল করেছে এক চোর।

আজ মঙ্গলবার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এতে বলা হয়, আজ ভোররাত সোয়া ৪টায় ঢাকার কদমতলী থানার খানকা রোডের পাসপোর্ট অফিসের পাশে একটি দোকান থেকে হৃদয় নামে একজন কল করেন। কলটি রিসিভ করেন কনস্টেবল মিঠুন সরেন।

কল করে হৃদয় বলেন, 'হ্যালো এটা কি পুলিশের কন্ট্রোল? আমি একটা দোকানে ঢুকছিলাম চুরি করতে, এখন লোকজন টের পাইয়া গেছে, আমারে তো পিটাইয়া মাইরা ফালাইবো, আমারে গ্রেপ্তার করেন। তাড়াতাড়ি খানকা রোডে পুলিশ পাঠান, আমারে বাঁচান।'

তাৎক্ষণিকভাবে কদমতলী থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।

কদমতলী থানার এসআই আল আমীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, স্থানীয়রা হৃদয়কে ধরে ফেলেছে এবং মারধর করেছে। পুলিশ তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় এবং পরবর্তীতে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং হৃদয়কে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Millions mourn

The entire city stood in solemn tribute to Bangladesh’s first female prime minister yesterday.

5h ago