যশোরে দুর্বৃত্তের গুলিতে যুবলীগ নেতা নিহত

উদয় শংকর। ছবি: সংগৃহীত

যশোরের মণিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর (৪৮) দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার টেকারঘাট বাজারে এ ঘটনা ঘটে। 

তিনি উপজেলার পাঁচকড়ি গ্রামের রনজিত বিশ্বাসের ছেলে। এছাড়া উদয় শংকর মণিরামপুরের নেহালপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও টেকেরঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় সকাল সাড়ে ৭টার দিকে যুবলীগ নেতা উদয় শংকর টেকেরহাট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। পথে বাড়ির কাছেই একদল সন্ত্রাসী আচমকা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি পড়ে ছিলেন। পরে গ্রামবাসীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কিছুক্ষণ পরেই তিনি মারা যান।
 
খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ, সহকারী পুলিশ সুপার আশেক মাহমুদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশের একাধিক টিম ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Comments

The Daily Star  | English

Chief adviser in meeting with leaders of 13 political parties

The meeting is being held at Jamuna, official residence of the chief adviser

47m ago