ভাড়া নিয়ে বচসা, ‘যাত্রীর ছুরিকাঘাতে’ বাসের হেলপার নিহত

আওয়ামী লীগের মনোনয়ন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

পাবনায় ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে বাসের হেলপারকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক যাত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় মারুফ হোসেন নামে ওই যাত্রীকে আটক করেছে পুলিশ।

আজ সোমবার ভোরে পাবনা বাস টার্মিনাল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত হেলপারের নাম জুবায়ের হোসেন (২৫)। তিনি পাবনা শহরের গাছপাড়া এলাকার বাসিন্দা। ঢাকা-পাবনার মধ্যে চলাচলকারী মাছরাঙা পরিবহনে চালকের সহকারী হিসেবে কাজ করতেন তিনি।

এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, রোববার রাতে ঢাকা থেকে বাসে ওঠার সময় অতিরিক্ত ভাড়া চাইলে তা নিয়ে মারুফ হোসেনের সঙ্গে বাসের কর্মচারিদের কথা কাটাকাটি হয়।

ওসির ভাষ্য, ভোরে বাসটি পাবনা পৌঁছালে মারুফ আচমকা ছুরি নিয়ে হেলপার জুবায়ের ও কন্ডাক্টর সুমন হোসেনের ওপর চড়াও হন। ছুরির আঘাতে গুরুতর আহত জুবায়েরকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহত সুমনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।  

এ ঘটনায় অভিযুক্ত জুবায়েরের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি বলছে বলে জানান রওশন আলী।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

6h ago