টঙ্গীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে ছয় বছর এক শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, শিশুটি নিখোঁজ হওয়ায় গত সোমবার তার বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর সূত্র ধরে দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী আজ বুধবার বিকেলে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

আটককৃতদের মধ্যে ১৫ বছরের এক কিশোর রয়ছে। তার বাবা ফজলু মিয়াকেও (৪৫) আটক করেছে পুলিশ। টঙ্গী (পূর্ব) থানার ওসি মোস্তাফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, আজ বিকেল ৪টার দিকে টঙ্গীর শিলমুন বালুর মাঠের জঙ্গল থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।

তিনি বলেন, আটক হওয়া কিশোর অপরাধ স্বীকার করেছে। তার দেওয়া তথ্য অনুযায়ী শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের ময়নাতদন্ত শেষে মামলা করা হবে।

Comments

The Daily Star  | English

Adviser stuck in traffic while inspecting dilapidated Dhaka–Sylhet highway

Fouzul Kabir caught in 15km congestion on Ashuganj–Sarail stretch now continuing journey on bike

2h ago