চাঁদপুরে ১১২ মণ জাটকাসহ গ্রেপ্তার ৪০

জব্দকৃত জাটকা গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১১২ মণ জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ।

আজ বুধবার নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মো. কামরুজ্জামান জানান, অভিযানে জাটকা পরিবহনে ব্যবহৃত সাতটি অটোরিকশাসহ ৪০ জনকে আটক করা হয়।

তিনি বলেন, 'আজ ভোরে বরিশালের মুলাদী থেকে ঢাকায় যাওয়ার পথে মর্ডান সান লঞ্চ থেকে প্রায় দুই হাজার কেজি ও মতলবের মোহনপুর এলাকায় সাতটি অটোরিকশায় পরিবহনের সময় দুই হাজার ৪৮০ কেজি জাটকা জব্দ করা হয়।'

তিনি জানান, জাটকা পরিবহনে ব্যবহৃত মোহনপুরে সাতটি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং অটোরিকশাগুলোর চালকসহ পৃথক স্থান থেকে মোট ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা হয়েছে।

জব্দকৃত এসব জাটকা চাঁদপুর নৌ-থানার সামনে ও মোহনপুর এলাকায় গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

Comments

The Daily Star  | English

If anything happens at DU today, the fault lies with Jamaat, VC: JCD president

Jamaat, Shibir activists gathering around the campus with arms since morning, he says

16m ago