বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে ৫ আগস্ট

খালেদা জিয়া মুক্ত
খালেদা জিয়া। ফাইল ছবি সংগৃহীত

বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৫ আগস্ট ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার রাষ্ট্রপক্ষ শুনানি মুলতবি চেয়ে আবেদন করলে ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক মো. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন।

সরকারের নির্বাহী আদেশে কারাগারের বাইরে থাকা খালেদা জিয়া অসুস্থ এবং তিনি তার গুলশানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

গত বছরের ৮ আগস্ট এই মামলায় খালেদাসহ সাত জনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রস্তাব দেয় রাষ্ট্রপক্ষ।

আজকের শুনানির সময় বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরী ও খন্দকার মোশাররফ হোসেনসহ জামিনে থাকা তিন আসামি তাদের আইনজীবীদের মাধ্যমে সময়ের আবেদন দাখিল করে আদালতে অনুপস্থিত ছিলেন। এসময় অন্য দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন।

অপর আসামি মো. সিরাজুল ইসলাম তার বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে পলাতক রয়েছেন।

২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন (দুদক) সর্বোচ্চ দরদাতাকে দেওয়া বড়পুকুরিয়া কয়লাখনি চুক্তিতে ১৫৯ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে খালেদা জিয়া ও তার সাবেক মন্ত্রিসভার ১০ জনসহ ১৬ জনকে আসামি করে শাহবাগ থানায় মামলাটি করেছিল।

২০০৮ সালের ৫ অক্টোবর এ মামলায় খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুদক।

সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান ও আবদুল মান্নান ভূঁইয়াসহ সাত আসামি বিচার চলাকালে মৃত্যুবরণ করেন এবং মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

তাই নয় জনকে বিচার থেকে বাদ দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

3h ago