ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ প্রার্থী নারায়ণগঞ্জে উদ্ধার

নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমা। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে নিখোঁজ হওয়া নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রীতি খন্দকার হালিমার খোঁজ পেয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে উদ্ধারের পর নিজেদের হেফাজতে নেয় পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিজয়নগর থানা পুলিশের একটি টিম প্রীতি খন্দকারকে নিয়ে রওনা হয়েছেন। তাকে থানায় নিয়ে আসা হবে।'

গত মঙ্গলবার দুপুর ২টার পর থেকে নিখোঁজ হন প্রীতি খন্দকার। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে তিনি নিখোঁজ হন উল্লেখ করে তার স্বামী মাসুদ খন্দকার বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। 

প্রীতির স্বামী মাসুদ খন্দকার জানান, আগামী ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে তার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে (পদ্মফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন। সার্ভার ক্রুটির কারণে মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ায় পরে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পান প্রীতি। মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যান। পরে সেখানকার ঋষি পাড়া থেকে নিখোঁজ হন তিনি।

বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসিকে অবগত করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Businesses seek single-digit interest rate

Business leaders yesterday urged the central bank governor to lower bank interest rates to single digits, as they said high borrowing costs are affecting businesses.

4h ago