নারায়ণগঞ্জ

গরুর ট্রাকে চাঁদাবাজি, ৫ পুলিশ সদস্য বরখাস্ত

ছবি: সংগৃহীত

কোরবানির গরু বহনকারী ট্রাকে চাঁদাবাজির অভিযোগে নারায়ণগঞ্জে পুলিশের দুই জন উপপরিদর্শক (এসআই) ও তিন জন কনস্টেবলকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) শেখ নজরুল ইসলাম, পুলিশ লাইনসের এসআই (সশস্ত্র) মো. আসাদুজ্জামান, কনস্টেবল মো. নাজির শেখ, কনস্টেবল যুগল মন্ডল ও কনস্টেবল তানভীর হোসেন আকাশ।

গত বৃহস্পতিবার গণমাধ্যমে প্রচার হওয়া খবরের পরিপ্রেক্ষিতে সেদিনই নারায়ণগঞ্জের এসপি তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ ছাড়া, ঘটনাটি তদন্তে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম)-কে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Unveil roadmap or it’ll be hard to cooperate

The BNP yesterday expressed disappointment over the absence of a clear roadmap for the upcoming national election, despite the demand for one made during its recent meeting with Chief Adviser Prof Muhammad Yunus.

7h ago