নির্মাণাধীন মসজিদে অস্ত্র: সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও স্বামীর বিরুদ্ধে মামলা

জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবু। ছবি: সংগৃহীত

নির্মাণাধীন মসজিদ থেকে উদ্ধার করা দুটি আগ্নেয়াস্ত্র সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরী ও তার স্বামী সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

এ ঘটনায় রোববার রাতে তাদের নামে একটি অস্ত্র মামলা দায়ের করেছে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র বাদী হয়ে মামলাটি করেন।

সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন।

এর আগে রোববার সকালে পুলিশ উপজেলার কাজীপুর সড়কের ফুলকোঁচা গ্রামের নির্মাণাধীন একটি মসজিদের সিঁড়ি থেকে সুলুন-১২ গেজ মডেলের দুটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওসি আরও জানান, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী গত ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত অস্ত্র জমা না দেওয়ায় হেনরী ও তার স্বামীর শর্টগান দুটির লাইসেন্স বাতিল হয়ে যায়। এর আগে সাবেক এমপি হেনরির নামে তিনটি হত্যা মামলা দায়ের হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে আছেন।

Comments

The Daily Star  | English

‘Polls delay risks return of autocracy’

Says don't want CA to quit; calls for resignation of 3 advisers

8m ago