ত্বকী হত্যা: আজমেরী ওসমানের গাড়িচালক জামশেদ ৫ দিনের রিমান্ডে

ত্বকী হত্যা
তানভীর মুহাম্মদ ত্বকী। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় গ্রেপ্তার জামশেদ শেখের (৩৬) পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে জামশেদকে জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে তোলা হয়। সেই সময় র‌্যাব তার সাত দিনের রিমান্ড আবেদন করে এবং বিপরীতে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করেন৷ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক আব্দুর রশীদ৷

জামশেদ প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের গাড়িচালক।

Comments

The Daily Star  | English

Bangladesh suspends US-bound postal parcels as new tariffs bite

The change has left thousands of small businesses and families struggling to send packages to America

9h ago