সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার
ফরহাদ হোসেন | ছবি: র‌্যাবের সৌজন্যে

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ শনিবার দিবাগত রাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'র‌্যাব তাকে আটক করে থানায় এনেছে। আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।'

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এসএমএসের মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

গত মাসে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে নিহত হন পোশাককর্মী রুবেল।

ওই ঘটনায় গত ২২ আগস্ট রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৪৮ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সেই মামলার এজাহারভুক্ত আসামি ফরহাদ হোসেন।

এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট আদাবর রিং রোড এলাকায় আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন। এর দুই দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেলের মৃত্যু হয়।

এতে আরও উল্লেখ করা হয়, আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে রুবেলসহ আন্দোলনে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর ওপর হামলা চালানো হয়।

Comments

The Daily Star  | English
Khaleda Zia political legacy in Bangladesh

The magic of Khaleda Zia

Her last speeches call for a politics of ‘no vengeance’.

16h ago