বেনাপোলে মিথ্যা ঘোষণায় আনা ১০০ কোটি টাকার হোমিও ওষুধ জব্দ

সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে চালানটি গোপনে ছাড় করার চেষ্টা করছিল। ছবি: সংগৃহীত

বেনাপোল বন্দর দিয়ে মিথ্যা ঘোষনায় আমদানি করা ১০০ কোটি টাকার হোমিও ওষুধ জব্দ করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দারা।

গতকাল শনিবার চালানটি বন্দরে প্রবেশের পরপরই জব্দ করা হয় বলে জানিয়েছেন কাস্টমস হাউসের উপকমিশনার রবীন্দ্র কুমার সিংহ।

রবীন্দ্র কুমার জানান, আমদানিকারক প্রতিষ্ঠান চট্টগ্রামের 'দ্য হোমিও ওয়ার্ল্ড' গত ২৮ জুলাই ভারত থেকে ২ হাজার ২০০ প্যাকেজের হোমিও ওষুধ আমদানি করে। চালানটি বন্দরের ৩৪ নম্বর শেডে রাখা হয়।

এই কাস্টমস কর্মকর্তার ভাষ্য, জব্দ চালানটির বাজারমূল্য ১০০ কোটি টাকার বেশি। আমদানিকারক প্রতিষ্ঠান চালানটির এলসি মূল্য দেখিয়েছে ৭৫ হাজার ৩১২ মার্কিন ডলার; অর্থাৎ ৮৮ লাখ ৮৬ হাজার ৮১৬ টাকা।'

রবীন্দ্র কুমার বলছেন, সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্স আমদানিকারক প্রতিষ্ঠানের পক্ষে চালানটি গোপনে ছাড় করার চেষ্টা করছিল।

পরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই) পরীক্ষা করে দেখতে পায় এই চালানে ঘোষণাবহির্ভূত এবং অতিরিক্ত ৯০ শতাংশ অ্যালকোহলযুক্ত রেকটিফাইড স্পিরিট এবং চারটি আইটেমের বিপরীতে ৩৮২ আইটেমের বিভিন্ন নামের ওষুধ আমদানি করা হয়েছে। বিষয়টি এনএসআই কাস্টমস হাউসের শুল্ক গোয়েন্দার উপপরিচালক সাইফুজ্জামানকে অবহিত করেন। পরে আবার পরীক্ষা করে এনএসআইয়ের গোপন তথ্যের সত্যতা মিললে চালানটি জব্দ করে খালাস স্থগিত করে দেওয়া হয়।

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন জানান, 'আমদানিকৃত কোনো পণ্যে অনিয়ম পেলে সেটা তো আটক করতেই হবে। বড় ধরনের শুল্ক ফাঁকির ঘটনায় সিএন্ডএফ এজেন্ট মহিউদ্দিন আহমেদ অ্যান্ড সন্সের লাইসেন্সও বাতিল করা হবে।'

Comments

The Daily Star  | English

Hasina can’t evade responsibility for Khaleda Zia’s death: Nazrul

In 2018, Khaleda walked into jail, but came out seriously ill, he says

7h ago