সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন গ্রেপ্তার

নূরুল ইসলাম সুজন | ছবি: সংগৃহীত

সাবেক রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার দিবাগত রাতে গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'সোমবার দিবগত রাত আনুমানিক ১০টার দিকে রাজধানীর শ্যামলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।'

নূরুল ইসলাম সুজন ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর তিনি টানা তিনবার সংসদ সদস্য 'নির্বাচিত' হয়েছেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি রেলপথমন্ত্রী হিসেবে শপথ নেন নূরুল ইসলাম।

এর আগে ২০০১ সালে নূরুল ইসলাম অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হয়েছিলেন।

Comments

The Daily Star  | English
chief adviser muhammad yunus speech

Signs of conspiracies by defeated forces becoming evident: CA

Political parties must make their unity against fascism more visible, says Yunus

6h ago