উপদেষ্টা সাখাওয়াতের বানোয়াট সাক্ষাৎকার প্রচারকারী ৩ দিনের রিমান্ডে

নাফিস ফুয়াদ ঈশান। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের মিথ্যা ও বানোয়াট সাক্ষাৎকার তৈরি ও প্রচারের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশানকে (২২) আজ রোববার গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ঈশানকে আজ ভোরে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের বরাতে তিনি জানান, গ্রেপ্তার নাফিস গত ১৬ আগস্ট নাগরিক টিভির ইউটিউব চ্যানেলে প্রচারিত অন্তর্বর্তী সরকারের তৎকালীন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারের অংশবিশেষ কপি করে রাষ্ট্রপতির সঙ্গে একটি মিথ্যা ও বানোয়াট ফোনালাপ তৈরি করেন। জনমনে বিভ্রান্তি তৈরি করার উদ্দেশে ওই ভিডিও ২৪ অক্টোবর ঈশান তার পরিচালিত কোয়ালিটি টিভির ইউটিউব চ্যানেলে প্রচার করে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার নাফিস ফুয়াদ ঈশান কোয়ালিটি টিভি নামক ইউটিউব চ্যানেলের অ্যাডমিন। একইসঙ্গে তিনি কেইএস টিভি নামক ফেসবুক পেজেরও অ্যাডমিন। এসব চ্যানেলের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অসৎ উদ্দেশে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পরে তাকে গত বছরের ২৮ অক্টোবর বিএনপিকর্মী শামীম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে, ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান তাকে ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Gaza aid flotilla still 'sailing strong' despite Israeli interception

Israel stopped 13 Gaza aid boats, organisers say, sparking international criticism

9h ago