নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বংশাল শাখার ২ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার তানভীর ও আল আমিন। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বংশালের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন-বংশাল ৩৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. তানভীর ও ৩৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আল আমিন রাফি।

বংশাল থানার আগা সাদেক রোডের বাংলাদেশ মাঠ এলাকায় গতরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বংশাল থানা সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে পিকআপ ভ্যানচালক ইয়াছিন আহমেদ রাজ হত্যার ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর নিহতের মা সাহিদা বেগম মামলা করেন। মামলার তদন্তে তানভীর ও আল আমিনের নাম পাওয়া গেছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Comments

The Daily Star  | English

Mahmudur Rahman testifies before ICT-1 on BDR massacre, Shapla Chattar killings

Prosecution prepares to wrap up arguments in crimes against humanity case against Hasina

15m ago