তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খারিজ

তারেক রহমান। ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলার কার্যক্রম বাতিল করেছেন হাইকোর্ট।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আবদুস সালামের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

২০১৫ সালের ৫ জানুয়ারি বিএনপি নেতা তারেক রহমানের 'মিথ্যা, বানোয়াট ও উসকানিমূলক' বক্তব্য প্রচারের অভিযোগে তারেক রহমান, সালামসহ অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি করা হয়।

একই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৭ সালে হাইকোর্ট এ মামলার বিচারিক কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দেন এবং মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

রিটকারীর আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, রাষ্ট্রদ্রোহের কোনো উপাদান না থাকায় হাইকোর্ট মামলার কার্যক্রম বাতিল করেছেন।

একই দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আরেকটি নাশকতার মামলা বাতিল করেছেন হাইকোর্ট।

মামলাটি বাতিল চেয়ে ২০১৭ সালে খালেদা জিয়ার করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ রায় দেওয়া হয়।

২০১৫ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলন চলাকালে ঢাকার দারুস সালাম থানায় এ মামলা দায়ের করা হয়।

গতকাল বুধবার হাইকোর্টের একই বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ১১টি ফৌজদারি মামলা খারিজ করেন।

Comments

The Daily Star  | English

Graffiti book, not altered map, gifted to Pakistani general: CA's office

Indian media report on altered Bangladesh map including Indian territory completely false, it says

4h ago