যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাজাহান, মেননকে

শাজাহান খান ও রাশেদ খান মেনন। ছবি: সংগৃহীত

২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে যুবদল নেতা শামীম মিয়ার মৃত্যুর ঘটনায় হওয়া মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ সাত জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস আসামিদের আদালতে হাজির করে এ বিষয়ে আবেদন করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিট্রেট মো. মেহেদী হাসান এ আদেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন- আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান গোলাপ, পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, নাচোল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম ও আওয়ামী লীগ কর্মী কবির হোসেন মিঠু।

মামলার নথি থেকে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপি ঢাকায় সমাবেশ করে এবং একই এলাকায় পাল্টা সমাবেশ করে আওয়ামী লীগ।

অভিযোগে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আওয়ামী লীগের নেতারা নয়াপল্টনে বিএনপির সমাবেশে হামলা চালালে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

গত ১৪ সেপ্টেম্বর যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আব্বাস আলী বাদী হয়ে শামীম হত্যায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের নেতা ও পুলিশ কর্মকর্তাসহ ৭০৪ জনের নাম উল্লেখ করে এবং প্রায় ১২ হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পল্টন মডেল থানায় মামলা করেন।

Comments

The Daily Star  | English
Yunus, Charter, and Our Future

Yunus, Charter, and Our Future

Can the vision for 'New Bangladesh' ignore the poor, farmers, workers, youth, women, or employment and climate crises?

17h ago