হত্যা মামলায় হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম কারাগারে

সোলাইমান সেলিম। ছবি: সংগৃহীত

পুরান ঢাকার চুড়িহাট্টায় রাকিব হাওলাদার (১৬) নামে এক কিশোর হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আওলাদ হোসাইন মুহাম্মদ জোনায়েদ এ আদেশ দেন।

২৩ সেপ্টেম্বর নিহতের বাবা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন।

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর সাবেক সংসদ সদস্য হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিম গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান। ৭ জানুয়ারির নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।

গতকাল বুধবার রাতে গুলশানের একটি বাসা থেকে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ১ সেপ্টেম্বর সোলাইমান সেলিমের বাবা হাজী সেলিমকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

 

Comments

The Daily Star  | English

Death toll from Nepal's anti-corruption protests raised to 72

The ministry's previous death toll was 51, updated as of Saturday. The latest data showed on Sunday that at least 2,113 people had been injured in the violence

49m ago