সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর জামিন স্থগিত

জয় বাংলা স্লোগান নিয়ে সুপ্রিম কোর্টের রায়
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

হত্যা মামলায় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরীকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার হাইকোর্টের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের লিভ টু আপিল (লিভ টু আপিল) দাখিল না করা পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন আপিল বিভাগ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রুবেল নামের একজনকে হত্যার অভিযোগে আদাবর থানায় করা মামলায় গত ১৯ নভেম্বর মেহেদী হাসান চৌধুরীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট।

এর আগে ১০ সেপ্টেম্বর ভারতে পালানোর সময় ঝিনাইদহ থেকে মেহেদীকে গ্রেপ্তার করা হয়।

Comments

The Daily Star  | English
Touhid Hossain rejects India election advice

‘Unfortunate but not abnormal’: Foreign adviser reacts as US tightens visa rules

Foreign Affairs Adviser Md Touhid Hossain today termed the latest decision by the US administration against Bangladesh as very unfortunate..However, he said such a decision is not abnormal, given the immigration related problems..“This decision is not just imposed on Bangladesh alone

Now