আমু-ইনুসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো

জাতীয় সমাজতান্ত্রিক দল, হাসানুল হক ইনু, আমির হোসেন আমু, চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, জিয়াউল আহসান,
হাসানুল হক ইনু ও আমীর হোসেন আমু। ফাইল ছবি

সাবেক শিল্পমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমীর হোসেন আমু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুসহ পাঁচজনকে পৃথক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

মামলার অপর তিন আসামি হলেন- পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব জাহাঙ্গীর আলম ও সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান।

কোটা সংস্কার আন্দোলনের সময় গত ৪ আগস্ট তেজগাঁওয়ে রমিজ উদ্দিন আহমেদ রূপের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় আমু, জাহাঙ্গীর ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়।

২৪ বছর বয়সী  রমিজ উদ্দিন আহমেদ রূপের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ছিলেন।

উত্তরা পশ্চিম থানার আমির হোসেনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় ইনু ও মামুনকে গ্রেপ্তার দেখানো হয়।

এছাড়া মো. আল শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় ইনুকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং মামুনকে মিরপুর মডেল থানায় অন্য দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

এসব মামলার তদন্ত পাঁচ কর্মকর্তা পৃথক পাঁচটি আবেদন করলে ঢাকা মহানগর হাকিম আরিফুর রহমান এ আদেশ দেন।

Comments

The Daily Star  | English
Ain O Salish Kendra Logo

Gopalganj violence: ASK calls for independent probe, cites human rights abuses

In a report released today, ASK presented findings from a field mission conducted July 21-22

1h ago