এক বছরের মধ্যে আ. লীগ ‘টপ কমান্ডারদের’ বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর

মোহাম্মদ তাজুল ইসলাম। ফাইল ছবি: বাসস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) অধীনে আওয়ামী লীগ সরকারের টপ কমান্ডারদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্ত ব্যক্তিদের সবার বিচার আগামী এক বছরের মধ্যে শেষ করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ শনিবার তাজুল ইসলাম বলেন, যদিও প্রত্যেক ব্যক্তির বিচার করা ট্রাইব্যুনালে সম্ভব হবে না।

তিনি বলেন, এই ট্রাইব্যুনালের ১০ জন প্রসিকিউটর ও ১৭ জন তদন্তকারী কর্মকর্তা আছেন। তবে তাদের প্রধান লক্ষ্য হচ্ছে দেশে গুম, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হয়েছে, সেই অপরাধের যারা মাস্টারমাইন্ড (মূল হোতা), যারা একদম সর্বোচ্চ জায়গায় বসে থেকে অপরাধগুলো সংঘটিত করেছিলেন তাদের প্রাধান্য দিয়ে বিচার করা।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে সাধারণত টপ কমান্ডারদের বিচার করা হয়। জুলাই-আগস্টের গণহত্যার প্রধান নিউক্লিয়াস ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সাবেক প্রধানমন্ত্রী ও তার নিচের দিকে কয়েকজন ছিলেন, তাদের বিচারকে প্রাধান্য দেওয়া হচ্ছে।

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে বক্তৃতায় আইসিটি চিফ প্রসিকিউটর এসব কথা বলেন।

অনুষ্ঠানে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, 'আগামী বছর গণহত্যাকারীদের বিচারের মাধ্যমে বিজয় দিবস উদযাপনের লক্ষ্য আমাদের।'

Comments

The Daily Star  | English

In praise of slowness: Rethinking life in a fast-moving Bangladesh

Slow living isn’t just a trend – it’s a necessity in the fight against burnout, anxiety, and stress related to climate change

2h ago