অর্থপাচার

ডেসটিনির রফিকুল, সাবেক সেনাপ্রধান হারুনসহ ১৯ জনের ১২ বছর কারাদণ্ড

ডেসটিনির এমডি রফিকুল আমিন ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ। ছবি: সংগৃহীত

অর্থপাচার মামলায় বিতর্কিত বহু স্তর বিপণন (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন, কোম্পানির প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদসহ ১৯ জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়াও তাদের ৪ হাজার ৫১৫ কোটি টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম এই রায় ঘোষণা করেন।

রফিকুল আমিন, তার স্ত্রী ফারাহ দিবা এবং ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন। জামিনে আছেন ডেস্টিনির প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ।

এই মামলার আসামিদের মধ্যে আরও ১৫ জন পলাতক রয়েছেন।

বিনিয়োগকারীদের কাছ থেকে ৪ হাজার ২০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ২০১৪ সালের ৪ মে দুই মামলায় ৫১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগ গঠন করা হয় ২০১৬ সালের ২৪ আগস্ট। তাদের বিরুদ্ধে ডেসটিনি ট্রি প্ল্যান্টেশন (ডিটিপিএল) প্রকল্প এবং ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (ডিএমসিএসএল) এর মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।

একই আদালত ২০২২ সালের ১২ মে রফিকুল আমিন ও হারুনসহ ৪৬ আসামিকে অন্য একটি অর্থপাচার মামলায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। তাদের মধ্যে রফিকুল আমিনকে ১২ বছর এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদকে চার বছর কারাদণ্ড দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

24m ago